Translate

Friday, 21 November 2025

Tour Round The World II রামনাথ বিশ্বাস II ভূপর্যটন II Brain Tech Tutorial

 


সাইকেলে ভূপর্যটন

রামনাথ বিশ্বাস প্রথম ভারতীয় যিনি সাইকেলে বিশ্ব পরিভ্রমণ করেন। পরবর্তীতে আরও অনেকে বিশ্ব ঘুরে বেড়িয়েছেন, তাদের অভিজ্ঞতা লিখেওছেন, কিন্তু রামনাথ বিশ্বাসের অভিজ্ঞতা অনন্য। যৌবনেই তাঁর লেখার সাথে আমার পরিচয়।

তাঁর মত পর্যটক হতে পারিনি বটে, তবে তাঁর লেখা পড়ে সমৃদ্ধ হয়েছি অনেক। এই পাতাটি সম্পূর্ণ ভাবে তাঁকেই উৎসর্গীকৃত। 

রামনাথ বিশ্বাস রচিত ভ্রমণ কাহিনী 

ramanath biswas images - Search

ramnath biswas - Search Images

✍️

প্রথম বিশ্বযাত্রা (১৯৩১-৩৩)

রামনাথ সাইকেলে প্রথম বিশ্বযাত্রা করেন ১৯৩১ সালে। সঙ্গে এক জোড়া চটি, দু'টি চাদর ও তার সাইকেল। সাইকেলের কেরিয়ারে একটি বাক্সে সাইকেল মেরামতির সরঞ্জাম। সাইকেলের গায়ে লেখা 'রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার।' ৭ জুলাই ১৯৩১ রামনাথ সিঙ্গাপুরের কুইন স্ট্রীট থেকে এই বিশ্বযাত্রা শুরু করেন। সিঙ্গাপুরে চাকরিরত প্রবাসী ভারতীয়রা রামনাথকে সেদিন শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সাইকেলে চড়ে তিনি মালয়,শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে কানাডায় পৌঁছান। ১৯৩৪ সালে তিনি গ্রামে ফিরলে গ্রামবাসীরা বানিয়াচঙ্গের ঐতিহাসিক এড়ালিয়া মাঠে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করেন। উক্ত সভায় রামনাথ তার বিশ্বভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে 'বানিয়াচঙ্গকে বিশ্বের বৃহত্তম গ্রাম' বলে উল্লেখ করেন।


দ্বিতীয় বিশ্বযাত্রা (১৯৩৪-৩৬)

১৯৩৪ সালে রামনাথ দ্বিতীয়বার বিশ্বযাত্রা করেন। সেবার তিনি আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরী, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে বৃটেন পৌঁছান। ইংল্যান্ড ও স্কটল্যান্ডও তিনি সাইকেলে পরিভ্রমণ করেন। এই যাত্রায় তার শরীর ভেঙে গিয়েছিল। ১৯৩৬ সালে তিনি লন্ডন থেকে জাহাজে পোর্ট সৈয়দ হয়ে মুম্বই প্রত্যাবর্তন করেন। সুস্থ হয়ে তিনি শান্তিনিকেতনে কবিগুরুর কাছে যান।


তৃতীয় বিশ্বযাত্রা (১৯৩৬-৪০)

রামনাথ তৃতীয়বার বিশ্বযাত্রা করেন ১৯৩৮ সালে। সেবার তিনি আফ্রিকা মহাদেশে পাড়ি দেন। মুম্বই থেকে তিনি জাহাজে মোম্বাসায় পৌঁছে সেখান থেকে সাইকেল যাত্রা শুরু করেন। তিনি কেনিয়া, উগান্ডা, নায়াসাল্যান্ড, রোডেসিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান। এখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান; কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার ভালো লাগেনি। তিনি ১৯৪০ সালে দেশে ফিরে আসেন।

ভ্রমণ কাহিনী পিডিএফ 










No comments:

Post a Comment

Posts

Aesop's Fables II Short Stories II Brain Tech Tutorial

What is Aesop's Fables ?  Aesop's Fables are a collection of short, classic moral tales attributed to Aesop, an ancient Greek story...