কিছু বিখ্যাত ব্যক্তির ধর্ম বিষয়ে উক্তি সমূহ (Quotes)
(The following post in Bengali is being reviewed for authenticity, as it appears to contain some errors.
Religion is a cultural system of worship and faith, seen as sacred, holy, and absolute. It's important to respect each other's beliefs, regardless of the religion you follow. Let these religious quotes about life offer you insights and a deeper understanding of faith and spirituality.
Anti-Religion Quotes
Here are some thought-provoking anti-religion quotes that critique organized religion and promote
rational thinking.
Notable Anti-Religion Quotes
- "When belief in the unprovable becomes the norm, society stagnates." - Logan Reed.
These quotes reflect a range of perspectives on religion, emphasizing skepticism, the importance of reason, and the critique of organized religious institutions. They can serve as a starting point for deeper discussions about faith, belief, and the role of religion in society. - 5 Sources
★ "মানুষই তার মতো করে ঈশ্বর সৃষ্টি করেছে।"
-ভলতেয়ার (Voltaire)
★ "ভয়ই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি করেছে।"
-পেট্টিনিয়াস
★ "ধর্ম ও ঈশ্বর হল গরিবের প্রধান শত্রু।"
-রাহুল সাংস্কৃত্যায়ন
★ "ঈশ্বর বিশ্বাস ও প্রাত্যহিক প্রার্থনাকে আমি নিতান্ত স্বার্থপরতা ও নীচতার দৃষ্টান্ত বলে মনে করি।"
-ভগৎ সিং
★ "অন্ধবিশ্বাস একটা পবিত্র ব্যাধি।"
-হেরাক্লিটাস (Heraclitus)
★ "একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙ্গা আরও কঠিন।"
-আইনস্টাইন (Einstein)
★ "কোন যুক্তিবাদী মন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে পারে না।"
-শেলি (Shelley)
★ "ঈশ্বরের অস্তিত্ব কেবল টাকায়। যদি মন্দির, মসজিদ, গির্জায় পয়সা দেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে ছ'মাসেই ঈশ্বর বিলুপ্ত হয়ে যাবে।"
★ "ঈশ্বর এক এমন পুতুল, যেটা অব্রাহ্মণদের ভয় খাওয়ানোর জন্য ও ব্রাহ্মণদের উপার্জনের জন্য কাল্পনিক ভাবে তৈরি করা হয়েছে!"
★ "ধর্মের উদ্ভব হয়েছিল যখন প্রথম ঠগবাজ দেখা পেয়েছিল প্রথম নির্বোধের।"
-মার্ক টোয়েন (Mark Twain)
★ "সাধারণ মানুষের কাছে ধর্ম সত্য বলে বিবেচিত, জ্ঞানীর কাছে মিথ্যা, আর শাসকগোষ্ঠীর কাছে ফায়দা লুটবার হাতিয়ার।"
-সেনেকা
★ "অনেক লোকের ভীতি আর গুটিকয়েক লোকের ধূর্ততার যোগফলে সৃষ্টি হয়েছে সকল ধর্মের।"
-হেনরি বাইলে
★ "ধর্ম হল চমৎকার সুরা যা সাধারন মানুষকে শান্ত রাখতে ব্যবহার হয়।"
-নেপোলিয়ান (Napoleon)
★ "ধর্ম আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর করিয়াছে।"
★ "ধর্মীয় কুসংস্কারের গভীরতম উৎস হল দারিদ্র্য ও অজ্ঞতা; এগুলিকে আমাদের পরাস্ত করতে হবে।"
-লেনিন (Lenin)
★ "মানবসভ্যতার অগ্রগতির ক্ষেত্রে ধর্ম একটি ক্ষতিকারক অন্তরায়। ধর্ম আসলে অদৃষ্ট পণ্য বিক্রয়ের মত একটি ব্যাপার।"
-বিল মার
★ "যারা অন্ধকার ভয় পায়, তারাই বিভিন্ন ধর্মে বিশ্বাস করে। আমি অন্ধকারকে ভয় পাই না।"
-স্টিফেন হকিং (Stephen Hawking)
★ "সকল ধর্মের আচার অনুষ্ঠান কুসংস্কার ছাড়া কিছুই নয়।"
★ "মানুষ যখন ধর্ম থেকে মুক্ত হবে, তখন স্বাভাবিক জীবনযাপনের পক্ষে আরো অনুকূল পরিবেশ গড়ে উঠবে।"
-ফ্রয়েড (Freud)
★ "ধর্মের বিকারেই গ্রিস মরিয়াছে, ধর্মের বিকারেই রোম লুপ্ত হইয়াছে এবং আমাদের দুর্গতির কারণ ধর্মের মধ্যে ছাড়া আর কোথাও নাই।"
★ "আমার জন্য ভগবান কিছুই না। ওটা মানুষের দুর্বলতার জন্য সৃষ্ট একটি শব্দ। বাইবেল আদরণীয় অবশ্যই তবে ওটা প্রাচীন গল্পের সংগ্ৰহ মাত্র।"
-কোটকাইণ্ড
★ "সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্বমানবতার এত বড় পরম শত্রু আর নেই।"
★ "মানুষের নৈতিকতার জন্য ধর্মের দরকার নেই। দরকার মানবিকতা, সহমর্মিতা, শিক্ষা আর সামাজিকতার। মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, তবে সেই নৈতিকতার মধ্যে মহত্ত্ব কোথায় থাকে?"
★ "ধর্ম যে কী তাহা মানুষের জ্ঞানের অতীত এবং বর্তমান অবস্থায় ইহা জানিবার কোনও প্রয়োজন নাই।"
★ "ঈশ্বর সর্বকালের সেরা গুজব।"
★ "মানুষ ধর্ম বানায়, ধর্ম মানুষকে বানায় না।"
-কার্ল মার্কস (Karl Marx)
Courtesy: An FB Post/Google link on behalf of the blog
Let's analyze the context of these statements.
Our search is ongoing.

No comments:
Post a Comment