Translate
Monday, 31 March 2025
Binomials ll Learning Languages ll English ll Brain Tech Tutorial
Tuesday, 25 March 2025
Geography ll English ll Brain Tech Tutorial
Sunday, 23 March 2025
Animals & their kids ll Vocabulary ll Learning Languages ll Brain Tech Tutorial
Thursday, 20 March 2025
SPICES ll Vocabulary ll Brain Tech Tutorial
(কালো জিরা) - Sweet, floral and smoky cumin and anise-like flavor. Smaller than regular cumin. Often mistaken for caraway seed. Though English translation is black cumin, the term black cumin is also used as English translation of Nigella sativa, kalonji- WikiBlack Cumin
Tuesday, 18 March 2025
Monday, 17 March 2025
Solar System ll Science & Technology ll Brain Tech Tutorial
![]() |
| Revolving period of every planet in solar system Galaxy view from Earth. Earth's position in the vast universe. |
Earth's Satellites
Astronomers have confirmed at least 416 natural moons orbiting planets in our solar system. But these moons aren’t just cold, lifeless rocks. Many are fascinating worlds in their own right, with atmospheres, active surfaces, and even ingredients that could support life.
Sunday, 16 March 2025
Nonsense Rhymes ll Literature ll Bengali ll Sukumar Roy ll Brain Tech Tutorial
বাংলা ভাষায় ননসেন্স রাইমস (Nonsense Rhymes) বা আজেবাজে কথায় ছড়া
Contractions ll Learning Languages ll English Grammar ll Brain Tech Tutorial
Saturday, 15 March 2025
Alphabet 🔤 ll Learning Languages ll English & Bengali ll Brain Tech Tutorial
![]() |
| English alphabet with Bengali pronunciation |
🦋
Bengali
বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জন বর্ণ ৩৯টি আছে, অর্থাৎ মোট ৫০টি।
Friday, 14 March 2025
Nuclear Power ll Brain Tech Tutorial
Spoken English ll Difference Between Words ll Learning Languages ll Brain Tech Tutorial
Difference between Words
Spoken English Tips ll Vocabulary ll Learning Languages ll Brain Tech Tutorial
Some tips on Spoken English
Spoken English: What does it mean?
English Vocabulary 📖
"Palsy-walsy" is a (informal) term used to describe a relationship that is very friendly or overly familiar. It's often used to refer to friendships that seem excessively close or insincere.
For example, you might say, "They've only known each other for a week, but they're already acting all palsy-walsy." Or,
"I don't trust him, he's palsy-walsy with everyone he meets."
Try using this word in your own sentence.
#wordoftheday #englishexpressions #empower_english2020
AI-Artificial Intelligence ll Brain Tech Tutorial
Thursday, 13 March 2025
Computer World ll Brain Tech Tutorial
![]() |
| Full form of Computer |
There are a few more abbreviatios related to computer;
Here's a list of common abbreviations related to computer along with their full form:
(alphabetically arranged)
▪️AI: Artificial Intelligence
▪️AUI: Attachment Unit Interface
▪️ALGOL: ALGOrithmic Language
▪️ASCII: American Standard Code for Information Interchange
▪️AGP: Accelerated Graphics Port
▪️ARP: Address Resolution Protocol
▪️AVI: Audio Video Interleave
▪️ARPANET: Advanced Reasearch Projects Agency Network
▪️BCD: Binary Coded Decimal
▪️CPU: Central Processing Unit
▪️CAD: Computer-Aided Design
▪️CD-RW: Compact Disc Rewritable
▪️COBOL: Common Business Oriented Language
▪️HDD: Hard Disk Drive
▪️LCD:
▪️LED:
▪️OS: Operating System
▪️PC: Personal Computer
▪️RAM: Random Access Memory
▪️ROM: Read-Only Memory: It's a type of memory that stores permanent data and typically used for booting up devices or storing framework. It's a non-volatile memory, meaning it retains its contents even when the power is turned off.
GB: Giga byeteMB: Mega byeteKB: Kilo byete
1️⃣ Ctrl + N 🆕 – নতুন ডকুমেন্ট খুলে দেবে।2️⃣ Ctrl + O 📂 – পুরনো ডকুমেন্ট ওপেন করবে।3️⃣ Ctrl + S 💾 – যেকোনো সময় ফাইল সেভ করবে।4️⃣ F12 ✏️ – “Save As” ডায়ালগ খুলবে।5️⃣ Ctrl + P 🖨️ – প্রিন্ট কমান্ড খুলবে।6️⃣ Ctrl + C 📋 – নির্বাচিত লেখা বা ছবি কপি করবে।7️⃣ Ctrl + X ✂️ – কাট করবে।8️⃣ Ctrl + V 📥 – পেস্ট করবে।9️⃣ Ctrl + Z ↩️ – Undo করবে।🔟 Ctrl + Y ↪️ – Redo করবে।1️⃣1️⃣ Ctrl + A 🧾 – পুরো ডকুমেন্ট সিলেক্ট করবে।1️⃣2️⃣ Ctrl + F 🔍 – নির্দিষ্ট শব্দ খুঁজবে।1️⃣3️⃣ Ctrl + H 🔁 – Replace করে শব্দ বদলাবে।1️⃣4️⃣ Ctrl + K 🌐 – Hyperlink যুক্ত করবে।1️⃣5️⃣ Ctrl + B 🅱️ – Bold করবে।1️⃣6️⃣ Ctrl + I ✒️ – Italic করবে।1️⃣7️⃣ Ctrl + U ⬆️ – Underline দেবে।1️⃣8️⃣ Ctrl + E 🧭 – Center align করবে।1️⃣9️⃣ Ctrl + L ⬅️ – Left align করবে।2️⃣0️⃣ Ctrl + R ➡️ – Right align করবে।2️⃣1️⃣ Ctrl + J 📄 – Justify করবে।2️⃣2️⃣ Ctrl + M ➡️ – Paragraph indent বাড়াবে।2️⃣3️⃣ Ctrl + Shift + M ⬅️ – Indent কমাবে।2️⃣4️⃣ Ctrl + T 📏 – Hanging indent তৈরি করবে।2️⃣5️⃣ Ctrl + Shift + T 📐 – Hanging indent কমাবে।2️⃣6️⃣ Ctrl + 1 – Line spacing 1.0 করবে।2️⃣7️⃣ Ctrl + 2 – Line spacing 2.0 করবে।2️⃣8️⃣ Ctrl + 5 – Line spacing 1.5 করবে।2️⃣9️⃣ Ctrl + Shift + L 📌 – Bullet point যোগ করবে।3️⃣0️⃣ Ctrl + Q 🧹 – Paragraph formatting মুছে ফেলবে।3️⃣1️⃣ Ctrl + Shift + N 🔄 – Normal style সেট করবে।3️⃣2️⃣ Ctrl + Shift + C 📝 – কেবল ফরম্যাট কপি করবে।3️⃣3️⃣ Ctrl + Shift + V 🖋️ – কেবল ফরম্যাট পেস্ট করবে।3️⃣4️⃣ Ctrl + ] ➕ – Font size এক ধাপ বাড়াবে।3️⃣5️⃣ Ctrl + [ ➖ – Font size এক ধাপ কমাবে।3️⃣6️⃣ Ctrl + D 🎨 – Font settings ডায়ালগ খুলবে।3️⃣7️⃣ Ctrl + Shift + > 🔍 – দ্রুত ফন্ট বড় করবে।3️⃣8️⃣ Ctrl + Shift + < 🔍 – দ্রুত ফন্ট ছোট করবে।3️⃣9️⃣ Ctrl + Home ⬆️ – ডকুমেন্টের শুরুতে যাবে।4️⃣0️⃣ Ctrl + End ⬇️ – ডকুমেন্টের শেষে যাবে।4️⃣1️⃣ Ctrl + Page Up 📄⬆️ – আগের পেজে যাবে।4️⃣2️⃣ Ctrl + Page Down 📄⬇️ – পরের পেজে যাবে।4️⃣3️⃣ Alt + Ctrl + I 👁️ – Print Preview খুলবে।4️⃣4️⃣ Ctrl + Shift + E 🖊️ – Track Changes চালু/বন্ধ করবে।4️⃣5️⃣ Ctrl + Shift + A 🅰️ – সব লেখা Capital Letter করবে।4️⃣6️⃣ Shift + F3 🔄 – বড় ↔ ছোট হাতের অক্ষর পরিবর্তন করবে।4️⃣7️⃣ Ctrl + Spacebar 🧼 – ফন্ট ফরম্যাট রিসেট করবে।4️⃣8️⃣ Ctrl + Backspace ⬅️ – আগের শব্দ মুছে ফেলবে।4️⃣9️⃣ Ctrl + Delete ➡️ – পরের শব্দ মুছে ফেলবে।5️⃣0️⃣ Ctrl + Alt + V 📂 – Paste Special ডায়ালগ খুলবে।
💾*All videos and images are credited to their respective creators.to be contd...the page is under prosess
Wednesday, 12 March 2025
Synonyms ll Vocabulary II Brain Tech Tutorial ll Free For All
Antonyms ll Vocabulary ll Brain Tech Tutorial ll Free For All
Diseases ll Learning Languages ll English ll Vocabulary ll Brain Tech Tutorial
Translation Mechanism ll English ll Learning Languages ll Verb+Preparation ll Brain Tech Tutorial
Common Mistakes in English ll Learning Languages ll Brain Tech Tutorial
Numbers & Numerals ll Learning Mathmatics ll Brain Tech Tutorial
The difference between numbers and numerals is like the difference between ideas and symbols:
-
Numbers are abstract concepts that represent quantity or value. For example, the idea of "three" apples or "ten" fingers—those quantities are numbers.
-
Numerals are the symbols or written representations we use to express numbers. For example:
-
"3" is a numeral representing the number three.
-
"X" is a Roman numeral representing the number ten.
-
"10" is a numeral in base-10 representing ten.
-
So, numbers are the actual mathematical concepts, while numerals are how we write or speak about them.
Vocabulary ll Words used instead of very ll Brain Tech Tutorial
Tuesday, 11 March 2025
Monday, 10 March 2025
From Admin's Desk ll Brain Tech Tutorial
|
Subsequently, a review will be conducted, incorporating students' feedback. This blog will provide exhaustive coverage of all academic aspects pertinent to students, while also showcasing diverse topics of interest to adults.
বাংলাপ্রবাদ বাক্য-Proverbs ll Brain Tech Tutorial
অসংখ্য প্রবাদ আছে যা সাহিত্যের মর্যাদা পেয়ে থাকে।
ইংরেজি ভাষাতেও আছে, তবে অন্যান্য ভাষায় আছে কি না তা এই প্রতিবেদককের জানা নেই।
আফ্রিকান প্রবাদ বাক্য আছে। তা স্বতন্ত্রভাবে সংকলন করা হয়েছে।
▪️অকারণে কিছু ঘটনা। (No smoke without fire.)
▪️
1. হওয়া ভাতে কাঠি:
কাজ শেষ হয়ে গেলে তাতে সাহায্য করতে আসা।
2. হাতের লক্ষ্মী পায়ে ঠেলা: সৌভাগ্যে পাওয়া সুযোগ বুদ্ধিদোষে নষ্ট করা।
3. হংসমধ্যে বকো যথা:
সুন্দরের মধ্যে অসুন্দরের উপস্থিতি; গুণীজনের মাঝে মূর্খের বিসদৃশ উপস্থিতি।
4. হক কথায় আহাম্মক রুষ্ট:
উচিত/সত্য কথা বললে নির্বোধ ব্যক্তিরা রাগ করে এবং বুদ্ধিমান সন্তুষ্ট হয়।
5. হাতে মারি না ভাতে মারি:
হাতে মারার চেয়ে ভাতে মারা অনেক নিষ্ঠুরতার কাজ।
6. হাতে দই পাতে দই তবু বলে কই কই:
নিমন্ত্রণবাড়ীতে ভূরিভোজ করেও আশ মেটে না; যেন কোনদিন কিছু খায় নি।
প্রাচুর্য সত্বেও অভাববোধ যায় না।
7. হক কথায় দেবতা তুষ্ট, উচিৎ কথায় মানুষ রুষ্ট:
দেবতুল্যলোক উচিৎ কথা শুনে সন্তুষ্ট হন, কিন্তু সাধারণ মানুষেরা উচিৎ কথা শুনে ক্ষেপে যায়।
8. হক কথায় বন্ধু বিগড়ায় / হক কথায় মামা বেজার:
সত্যকথা কেউ শুনতে নারাজ; সত্যকথা বললে আপনজনও অপছন্দ করে; সুতরাং মা ব্রুয়াৎ সত্যমপ্রিয়ম।
9. হক কথার ভাত নেই:
উচিত/সত্য কথা দাম পায় না।
10. হাতে কালি মুখে কালি বাছা আমার লিখে এলি:
ছেলে লিখুক বা না লিখুক হাতে মুখে কালি থাকলে মায়েরা ভাবে ছেলে তার লিখেপড়ে এসেছে।
11. হাতির পাঁচ পা দেখা:
অহঙ্কারী ব্যক্তির দাম্ভিক আচরণ।
12. হক কথার মার নেই:
সত্য কথা বলায় বিঘ্ন নেই।
13. হাতি মরলেও লাখ টাকা:
মহার্ঘ বস্তু সবসময় মহার্ঘ থাকে।
14. হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল:
বিজ্ঞরা যেখানে ব্যর্থ সেখানে নির্বোধ এসে নাক গলায়; সবল যে কাজ করতে ব্যর্থ, দুর্বল সেই কাজ করতে এগিয়ে যায়।
15. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী:
যেমন হাঁদারাম রাজা তেমনি গাধারাম মন্ত্রণাদাতা;
অকর্মণ্য ব্যক্তির ততোধিক অযোগ্য দোসর;
নির্বোধ লোকের নির্বোধ পরামর্শদাতা।
মূল প্রবাদটি হল ভবচন্দ্র রাজার গবচন্দ্র মন্ত্রী; (উৎসকাহিনী- ভবচন্দ্র ছিলেন কামরূপের রাজা গোবিন্দচন্দ্রের পুত্র; তাঁর আসল নাম ছিল উদয়চন্দ্র; ডাকনাম ছিল ভবচদ্র; তিনি ছিলেন অচতুর; তাঁর মন্ত্রীও ছিলেন তেমনি নির্বোধ; সেইজন্য ভব, হব বা হবু হয়েছেন (হাবারাম অর্থে) এবং মন্ত্রী গব বা গবু হয়েছেন (গবারাম অর্থে)।
16. হবু ছেলের অন্নপ্রাশন:
আগাম সুখকল্পনা; পরে কি হবে না জেনে আগে থেকেই প্রস্তুতি;
সমতুল্য- 'কালনেমির লঙ্কাভাগ'; 'রাবনের ছাদনাতলা'; রাম না হতেই রামায়ণ' ইত্যাদি।
17. হাড়ে দূর্বা গজানো:
জমি পড়ে থাকলে দূর্বা গজায়, - অত্যন্ত অলস; আলসেমি এমনমাত্রার যে দূর্বাও সেখানে গজানোর সুযোগ পায়।
18. হাড় এক ঠাঁই মাস এক ঠাঁই:
প্রচণ্ড প্রহারে ক্ষতবিক্ষত।
19. হ-য-ব-র-ল:
কাজে বিশৃঙ্খলা; গোলমেলে ব্যাপার
20. হয় না-হয় বিয়ে, ঢাক বাজাও গিয়ে:
বিয়ে হবে কিনা ঠিক নেই তারজন্য আগাম ব্যস্ততা; আদিখ্যেতা, বাড়াবাড়ি। সমতুল্য- 'হবু ছেলের অন্নপ্রাশন'।
21. হয় যদি তিলটা, কয় তবে তালটা:
(বা ‘তিলকে তাল করা’)ঘটনার বর্ণনায় বাড়াবাড়ি।
22. হাটকানা:
হাটে নানারকম জিনিসপত্র দেখে যার তাক লেগে যায়, কোনটা কিনবে ঠিক করতে পারে না।
23. হরি বড় দয়াময়, কথায় বটে কাজে নয়:
অবিশ্বাসীর দেব-দ্বিজে অভক্তি; বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন; কোন ব্যক্তিকে লোকে দয়ালু বলে জানে অথচ অভিজ্ঞতা অন্য কথা বলে।
24. হরি বাঁচান প্রাণ, বৈদ্যের বাড়ে মান:
একজন কাজ করে; অন্যজন তার সুখ্যাতি কুড়ায়; কাকতলীয়ভাবে কেউ কোন কাজের কৃতিত্ব পেলে এই প্রবাদ বলা হয়; সমতুল্য- 'ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে'।
25. হাঁড়ির ভাত একটা টিপলেই সবার খবর মেলে:
দলের একজনকে চিনলেই সবাইকে চেনা যায়।
26. হরি ঘোষের গোয়াল:
নিস্কর্মা লোকেদের আড্ডাস্থল;
(উৎসকাহিনী- কোলকাতা নিবাসী হরি ঘোষ নিস্কর্মা আত্মীয়দের প্রতিপালন করতেন; কোন নিস্কর্মা ব্যক্তি একবার তাঁর শরণ নিলেই তার আশ্রয় পেত; এইসব লোকের আবাসস্থল হওয়ায় তাঁর বাড়ির নাম হয়েছিল- 'হরি ঘোষের গোয়াল'; কথায় বলে- 'হরি ঘোষের গোয়াল পেয়েছে'; 'হরি ঘোষের গোয়াল বানিয়ে ফেলেছে'।)
27. হাঁটু জলে ডুবে মরা:
সামান্য বিপদে নাজেহাল হওয়া।
28. হরি মটর খেয়ে থাকা:
উপবাসে থাকা; যেদিন অন্নের কোন সংস্থান থাকে না সেই দিন লোকে বলে আজ হরিমটর খেয়ে থাকতে হবে।
29. হরিণের শত্রু তার মাংস:
মাংসের লোভে বাঘ হরিণ মারে; হরিণ নিজেই নিজের শত্রু;
30. হরেদরে কাশ্যপ গোত্র:
যার জাতি ও বংশ পরিচয় অজ্ঞাত; সমতুল্য- 'জাত খুইয়ে কাশ্যপ গোত্র'
31. হরিণের শিঙে মাছি বসে না:
সদা চঞ্চল হরিণের শিঙ-এ মাছি বসতে পারে না; গতিশীল মনে ময়লা ধরে না; সমতুল্য- 'গড়ানো পাথরে শ্যাওলা ধরে না'।
32. হরিহর আত্মা:
অভিন্ন হৃদয়ের বন্ধু; সমতুল্য- ‘জগাই-মাধাই’
33. হোদল বনে শিয়াল রাজা:
অজ্ঞানীদের মাঝে অল্পজ্ঞানী যথেষ্ঠ সম্মান পায়;
সমতুল্য- ‘ভেড়ার দলে বাছুর মোড়ল’।
34. হ্যাপায় পড়ে স্রোতে ভাসা:
দায়ে পড়ে কাজ করা।
35. হোঁচট খেয়ে পদ্মনাভ // হোঁচোট খেয়ে প্রণাম:
উল্টে পড়ে গিয়ে প্রণাম স্বীকার; প্রণাম না করেও প্রণাম; কার্যগতিতে কোন ভালো কাজ করা;
সমতূল্য- 'উচোট খেয়ে প্রণাম'।
36. হোঁতা (থোতা) মুখ ভোঁতা হ'লো:
দর্পচূর্ণ হ'লো।
37. হোক-না-কেন কাঠের বিড়াল ইঁদুর ধরতে পারলেই হ'ল:
উপায় যাই হোক-না-কেন কার্যসিদ্ধি হ'লেই হ'ল।
38. হেসে হেসে কথা কয় এ হাসি তো ভাল নয়:
কুটিল ব্যক্তি হেসে হেসে কথা বললে মনে সন্দেহ জাগে।
39. হিসাবের গরু বাঘে খায় না:
হিসাব করে চললে ভাল বই মন্দ হয় না।
40. হারামের পয়সায় আরাম নেই: অসদুপায়ে অর্জিত অর্থের কোন মূল্য নেই।
41. হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া:
বাইরে চাকচিক্য ভেতরে শূন্যতা; দেখে আদর করে নিয়ে পরীক্ষায় অসারত্ব উপলব্ধি করা।
42. হাতের শাঁখা দর্পণে দেখা: ঘোরাপথে বা বাঁকাপথে কাজ করা।
কয়েকটি বাংলা প্রবাদ বাক্যের ইংরেজি ভাষায় অর্থ।
to be contd...
the page is under prosess
Saturday, 8 March 2025
Abbreviations ll English Grammar II Brain Tech Tutorial ll A school with no room
All sorts of abbreviatios used worldwide are given below (arranged alphabetically):
Posts
Aesop's Fables II Short Stories II Brain Tech Tutorial
What is Aesop's Fables ? Aesop's Fables are a collection of short, classic moral tales attributed to Aesop, an ancient Greek story...
-
English vocabulary with 'oo': Some common words with double zero: book cook look soon poor door School stool pool cool boot...
-
Hand gestures represent a distinct form of non-verbal communication, facilitating the conveyance of meaning through intentional hand...
-
The Human Body Page 2 Q.11. Why do people stutter ? Ans. All of us have encountered people who stutter (স্টটর—তোতলামি) or stammer . Su...
-
The Human Body Page 1 This page is a tribute to my respected teacher, Pulin Behari Halder, who cultivated my interest in biology, the most...























